HMPV News : কর্নাটক,গুজরাত,পশ্চিমবঙ্গের পর তামিলনাড়ুতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিশ

Continues below advertisement

ABP Ananda Live: কর্নাটক, গুজরাত, পশ্চিমবঙ্গের পর এবার তামিলনাড়ুতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিশ মিলল। চেন্নাই ও সালেমে ২জন আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ।

আক্রান্ত দু'জনের অবস্থাই স্থিতিশীল বলে জানানো হয়েছে। আক্রান্তদের স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে। স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের নেতৃত্বে একটি বৈঠও হয়েছে তামিলনাড়ুতে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা।  

ইতিমধ্যে কলকাতায় এই ভাইরাসে একাধিক মানুষ সংক্রমিত হয়েছেন। আবার সুস্থও হয়ে উঠেছেন। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে বিশেষজ্ঞরা। 

ভয়ঙ্কর ! নেপালে ভূমিকম্পের প্রভাবে তীব্র কম্পন উত্তরবঙ্গে, চিন্তা বাড়ছে পাহাড়ে

এদিকে আবার আতঙ্ক ফেরাল ভূমিকম্প। বছর ২ আগে ২০২৩ সালের নভেম্বর মাসে তীব্র ভূকম্পনে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। সেবার বহু মানুষের প্রাণও কেড়ে নিয়েছিল ভূমিকম্প। মঙ্গলবার সকালে মাটি কেঁপে উঠতেই অতীতের অভিজ্ঞতা থেকে ত্রস্ত হয়ে পড়েন নেপালের বাসিন্দারা। এবার উৎসস্থল নেপাল লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ।  কম্পনের তীব্রতা ছিল প্রবল। রিখটার স্কেলে ৭.১। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী উত্তরবঙ্গে। বিশেষত পার্বত্য পশ্চিমবঙ্গে ভালরকম টের পাওয়া যায় কম্পন। সূত্রের দাবি, উত্তরবঙ্গে কম্পনের তীব্রতা ছিল ৫.৩। 

মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভয়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও ক্ষয় ক্ষতির খবর এখনও জানা যায়নি। একই সঙ্গে ভূমিকম্প বোঝা যায় কলকাতা, দিল্লি,বিহারের বিভিন্ন এলাকায়।  মোট ৫ টি দেশে কম্পন অনুভূত হয়।  ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, চিনও কেঁপে ওঠে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram