Ananda Sakal (Seg- 3): কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন ।Bangla Line
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2022 11:55 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ পয়লা বৈশাখ। ১৪২৮-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪২৯। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা। করোনাকালের উদ্বেগ কাটিয়ে নববর্ষের আবাহনে মেতেছে গোটা বাংলা৷ কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। বাংলা নববর্ষের সকালে তারাপীঠে ভক্ত সমাগম। হাতে হালখাতা, পুজোর ডালি নিয়ে সকাল থেকে মন্দিরে ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা।
আজ শিল্পকলা দিবস। গোলপার্ক থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত ঢাক ঢোল মাদল নিয়ে বর্ণঢ্য শোভাযাত্রা। আর্টিস্ট ফোরাম অব বেঙ্গল সহ একাধিক শিল্পী সংগঠন অংশ নেন শোভাযাত্রায়।