Ananda Sakal (Seg 3): ভোট মিটতেই ঊর্ধ্বমুখী জ্বালানি, কলকাতায় ১১০ টাকা ছাড়াল পেট্রোলের দাম ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামপুরহাট হত্যাকাণ্ডে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি সিবিআইয়ের। এদিন সকালে বগটুই গ্রামের পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। পাশাপাশি, সিবিআইয়ের নজরে এবার দমকল আধিকারিক ও পুলিশের নীচুতলার কর্মীরা। যাঁরা সেদিন সবথেকে আগে বগটুই গ্রামে পৌঁছন। সূত্রের খবর, তাঁরা ঘটনাস্থলে গিয়ে কী দেখেছিলেন, কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা জানতে চাওয়া হবে। দমকল আধিকারিক ও পুলিশ কর্মীদের বয়ান রেকর্ড করবে সিবিআই।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে আজ জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করবে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। বগটুইকাণ্ডের পর পাঁচ সদস্যের কমিটি গঠন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রতিনিধিদলে ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। বগটুই গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপির প্রতিনিধিরা। ওই ঘটনায় আজ রিপোর্ট পেশ করবেন তাঁরা
৯দিনে ৮বার! ভোট মিটতেই আগের রেকর্ড দামে পৌঁছে গেল পেট্রোল। সেঞ্চুরির কাছে ডিজেলও। প্রতিবাদে তৃণমূলের মিছিল। আগে সেস কমাক রাজ্য, পাল্টা বিজেপি।