আনন্দ সকাল (Seg 3): ভয়াবহ হত্যালীলার পর থমথমে গ্রাম, খাঁ-খাঁ করছে বাড়ি | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2022 11:19 AM (IST)
রামপুরহাটের (Rampurhat) বকটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? আগুনে পোড়া বাড়িগুলির অবস্থান তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে। ভয়ঙ্কর হত্যালীলার পর থমথমে গোটা গ্রাম। খাঁ-খাঁ করছে বাড়ি। আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবারও।
ভয়ঙ্কর হত্যালীলার পর, প্রাণভয়ে সাঁইথিয়ায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে নিহতের আত্মীয় মিহিলাল শেখের (Mihilal Sheikh) পরিবার। শনাক্তকরণ ছাড়াই কী করে শেষকৃত্য হল, সেই প্রশ্ন তুলছে তারা। পাশাপাশি, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের আত্মীয় মিহিলাল শেখ।
হায়দরাবাদে বাতিল জিনিসের গুদামে ভয়াবহ আগুন। ১২ জনের আটকে থাকার আশঙ্কা। এ পর্যন্ত ১১ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।