Ananda Sakal : বৈঠকের পরেই ফের ইউক্রেনে হামলা রুশ বিমানবাহিনীর। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেলারুশে (Belarus) বৈঠকের পরেই ইউক্রেনে (Ukraine) ফের রুশ (Russia) হানা। কিভে পরপর হামলা চালাল রুশ বায়ুসেনা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিল ইউক্রেন। জেলেনস্কির দাবি, খারকিভে শান্তিপূর্ণ জনবহুল এলাকায় রকেট হামলা চালিয়েছে রাশিয়ার সেনা (Russia)। ইউক্রেনের সংবাদসংস্থার দাবি, খারসন শহরেও হানা দিয়েছে রুশ সেনা। এই পরিস্থিতিতে যে সমস্ত বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে চান তাঁদের ভিসা নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ডিক্রি জারি করলেন জেলেনস্কি।
ইউক্রেন থেকে ভারতে ফিরল সপ্তম অপারেশন গঙ্গা ফ্লাইট। রোমানিয়ার বুখারেস্ট থেকে আজ সকালে মুম্বই পৌঁছন ১৮২ জন ভারতীয়। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।
ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা সায়ন পান। পরিবার সূত্রে খবর, হাঁড় কাঁপানো ঠান্ডায় রোমানিয়া সীমান্তে খোলা আকাশের নীচে দিন কাটছে তাঁর। ঘরের ছেলে কীভাবে ঘরে ফিরবে, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।