Ananda sakal (Seg 3): ফাইল নিয়ে রাজ্য়পালকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার স্পিকার। Bangla News
abp ananda
Updated at:
04 Feb 2022 11:54 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফাইল নিয়ে রাজ্য়পালকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার স্পিকার। বুধবার জগদীপ ধনকড় ফের দাবি করেন তাঁর কাছে কোনও ফাইল আটকে নেই। বৃহস্পতিবার স্পিকার পাল্টা বলেন, তাঁর কাছে সব তথ্য আছে। কেই আরটিআই করলে উত্তর দেওয়া হবে।
মেলা করলেই কাজ শেষ নয়। দফতরের কাজের দিকে ভাল করে নজর দিতে হবে। এভাবেই অফিসারদের সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।