Bangladesh News: এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। ABP Ananda Live

Continues below advertisement

Bangladesh: এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা । কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্থা। আবদুল হাই কানুকে গলায় জুতোর মালা পরানোর অভিযোগ। রবিবার চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি । অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

 

ক্রাইম সিন নয় সেমিনার রুম, অন্য কোথাও খুন অভয়া? আর জি কর-কাণ্ডে CFSL-রিপোর্টে নতুন করে সন্দেহ! চিকিৎসককে ধর্ষণ-খুন, সেমিনার রুমে 'উধাও' ধস্তাধস্তির চিহ্ন! 'ধর্ষণ, খুন, তাও সেমিনার রুমে মেলেনি নেই প্রতিরোধের কোনও চিহ্ন'। 'সেমিনার রুমে আততায়ীর সঙ্গে নির্যাতিতার ধস্তাধস্তিরও প্রমাণ নেই'। আর জি কর-কাণ্ডে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে বিস্ফোরক তথ্য: সূত্র। 'বিছানা কিংবা সেমিনার রুমের কোথাও কোনও ধস্তাধস্তির চিহ্নও মেলেনি'। '২৪ ঘণ্টা চিকিৎসক-নার্স, তাও একজন এল, অপরাধ করে চলে গেল? সেমিনার রুমেই চিকিৎসককে ধর্ষণ-খুনের তত্ত্বে সন্দেহ খোদ CFSL-র: সূত্র। তাহলে কি অন্য কোথাও অপরাধ করে দেহ আনা হয়েছিল সেমিনার রুমে? তাহলে কি অন্য কোথাও খুন তিলোত্তমা? CFSL-রিপোর্টে নতুন করে সন্দেহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram