Ananda Sakal (Seg 3) : Group-C-দুর্নীতি অনুসন্ধানেও বিশেষ কমিটি গড়ল হাইকোর্ট।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Feb 2022 11:49 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজেট অধিবেশন ডাকতে মন্ত্রিসভার সুপারিশে টাইপগত যে ভুল হয়েছে, তা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল। আজ সেইকারণে অ্যাডভোকেট জেনারেলকে রাজভবনে আসতে বলেছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। রাজ্যপাল নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন। গতকাল এই নিয়ে বিভ্রান্তি হয়। রাজ্যপাল ট্যুইট করে জানান, মন্ত্রিসভার সুপারিশমতো তিনি ৭ মার্চ রাত ২টোয় বাজেট অধিবেশন ডেকেছেন। পরে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে জানান, টাইপগত ভুলেই এমনটা হয়েছে।
গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতেও অনুসন্ধান করবে বিশেষ কমিটি। এজন্য কমিটিকে ৩ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট