Suvendu Adhikari: পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের সমাবেশে গিয়ে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda Live: 'রাজাকারদের আত্মসমর্পন করাবে ভারত', পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে হুঙ্কার শুভেন্দুর। 'সন্ন্যাসীর মুক্তি না হলে রফতানি বন্ধ', মন্তব্য শুভেন্দুর। পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের সমাবেশে গিয়ে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। বাংলাদেশে শান্তি ফেরাতে তাঁরা চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। 'পাকিস্তানের মতো অবস্থা করব, আজ ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনীতি, হাসিমারাতে অনেক শব্দদানব রাখা আছে, দুটোর মুখ ঘুরিয়ে দিলে ইউনূসের দল ছুটে পালাবে, আক্রমণ শুভেন্দুর। 

 

আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ।

'আর জি করকাণ্ডে দ্বিতীয়বারের জন্য CFSL করতে ৫টি DVR ও ৫টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে। রিপোর্ট খতিয়ে দেখা চলছে', আদালতে জানাল সিবিআই। 'CFSL রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। DVR থেকে কিছু DELETE করলে EXTRACTION করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই', আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর

'জেল হেফাজতে নেওয়ার প্রয়োজন কি ? কোনও নতুন তথ্য সিবিআই দেখাতে পারেনি', আদালতে সওয়াল অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। 'সরকারি চাকুরে পালানোর বিষয় নেই', আদালতে সওয়াল অভিজিতের আইনজীবীর। 'অবশ্যই পালানোর সম্ভাবনা আছে, অন্য কেসে পুলিশ কমিশনারকে পাইনি', আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram