আনন্দ সকাল (Seg 4): তিনদিনের সফরে গোয়ায় অভিষেক, প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে তৃণমূল | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনদিনের সফরে গতকাল গোয়ায় গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, তাঁর এই সফরেই গোয়ায় প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। গোয়ায় মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস ও বিজেপির মধ্যে, ট্যুইট চিদম্বরমের। জবাব দিয়েছে তৃণমূলও।
'মাঝে মধ্যে গেলে ভালো হয়। এখানে যা মারকাট শুরু হয়েছে পার্টিতে, মন খারাপ। গোয়ায় ঘুরে এলে মন ভালো থাকবে' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ খুললেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ (Anita Bose Pfaff)। কোন পরিস্থিতিতে এই ট্যাবলো অন্তর্ভুক্ত করা হল না, তা জানি না। এটা খুব অদ্ভুত, প্রতিক্রিয়া নেতাজি-কন্যার।
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করে ট্যুইট তথাগত রায়ের। স্বাগত জানালেন তৃণমূল সাংসদ। অস্বস্তিতে রাজ্য বিজেপি।
আজ কালীঘাটে বৈঠক হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের দূত কিরণময় নন্দের। সেই প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'কিরণময় নন্দ তো নতুন নয়। পুরানো রাজনীতিবিদ। কিন্তু প্রশ্ন হল, দিদির কাছে কেন? দিদি তো নিজেই গিয়েছেন ভাইয়াজির কাছে। কিন্তু তখন কোনও লাভ হয়নি। এখন হয়ত অখিলেশের মনে হয়েছে, সাপোর্ট লাগবে। না হলে আমার অসুবিধা হবে। আর মমতা ব্যানার্জি গিয়ে উত্তরপ্রদেশে কী সাহায্য করতে পারবেন? গোয়ায় যে অবস্থা হয়েছে, তাই হবে।'
এদিকে, অতি সঙ্কটজনক নারায়ণ দেবনাথ। সকালে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তচাপ প্রবলভাবে ওঠা-নামা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রবীণ কার্টুনিস্ট। বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে, খবর হাসপাতাল সূত্রে।