Tiger Fear Update: জেলা সফরে যমুনা, ঝাড়গ্রাম ঘুরে এবার পুরুলিয়ায় চলে গেল বাঘিনী যমুনা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: জেলা সফরে যমুনা। ঝাড়গ্রাম ঘুরে এবার পুরুলিয়ায় চলে গেল ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালিয়ে আসা বাঘিনী। গলায় পরানো রেডিও কলার ট্র্য়াক করে জানা গেছে, রবিবার সকালে তার অবস্থান বান্দোয়ানের জঙ্গলে।বন দফতরের তরফে ইতিমধ্যেই পুরুলিয়া জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে। কাছেই দোয়ারসিনি পর্যটন কেন্দ্র। ফলে বাড়তি সতর্ক রয়েছে পুলিশ। বাঘের জন্য খাঁচা পাতা হয়েছে। জঙ্গলপথে ১০-১২ কিলোমিটার দূরেই ঝাড়খণ্ড সীমানা। ফলে ঝাড়খণ্ডের বন দফতরের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

আরও খবর...

ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি তুলছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। এবার সেই হুঁশিয়ারির সুরই শোনা গেল বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের গলাতেও। বাংলাদেশ যখন চুক্তি বাতিলের কথা বলছে, তখন অনেকেই মনে করিয়ে দিচ্ছেন ১৯৯৬ সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তির কথা। 

একদিকে নেত্রী টাকা চাইছেন, অন্যদিকে নেতা বারণ করছেন। বাংলার বাড়ির টাকা ঢুকলে কেউ ভাগ চাইলে দেবেন না। সরাসরি ‘দিদিকে বলো’তে ফোন করবেন। তারপর যদি কেউ হুমকি দেয়, থানায় যাবেন। কোথা থেকে ইট-বালি-পাথর-সিমেন্ট নেবেন নিজেরা ঠিক করবেন। কারও মাতব্বরি মানবেন না। এবার কাটমানি ও সিন্ডিকেটরাজ নিয়ে সরব হলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। বাংলার বাড়ি প্রাপকদের নিয়ে গতকাল গুমায় এক সভায় এই মন্তব্য করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি। সভায় উপস্থিত ছিলেন হাবড়া ২ নম্বর ব্লকের BDO থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram