Ananda Sakal (Seg 4) : জম্মুতে CISF-এর বাসে জঙ্গি হামলায় মৃত্যু এক জওয়ানের।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2022 12:24 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজম্মুতে সিআইএসএফ-এর বাসে জঙ্গি হামলায় মৃত্যু হল এক জওয়ানের। আজ সকালে ওই ঘটনা ঘটে। সিআইএসএফ সূত্রে খবর, বাসে ১৫ জন জওয়ান ছিলেন। তাঁরা কাজে যোগ দিতে যাচ্ছিলেন। চাড্ডা ক্যাম্পের কাছে ভোর সাড়ে ৪টে নাগাদ বাসের ওপর হামলা চালায় জঙ্গিরা। হামলায় নিহত হন CISF এর ASI। জওয়ানরা পাল্টা গুলি চলালে জঙ্গিরা জঙ্গলে গা ঢাকা দেয়।
সোনারপুরে থানার নাকের ডগায় প্রকাশ্যে চলল গুলি। ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় মাছের আড়তে এসে প্রথমে হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে গুলিতে কেউ আহত হয়নি। পুলিশ লেখা গাড়িতে এসে গুলি চালায় অভিযুক্ত, দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার ব্যবসায়ী এবং স্থানীয়রা।