আনন্দ সকাল (Seg 4): দৈনিক মৃত্যুর হার বাড়লেও, দেশজুড়ে কমল সংক্রমণ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা-আবহে উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুর হার বাড়ল প্রায় ২০ শতাংশ। যদিও ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমল প্রায় ১৩ হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। গতকালের তুলনায় কমল ওমিক্রন (Omicron) সংক্রমণও। গতকালের ২৭ শতাংশ থেকে কমে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি ৬ শতাংশ।
করোনা ভ্যাকসিনেশনের (Corona Vaccination) বর্ষপূর্তি। ভ্যাকসিনেশনের সঙ্গে যুক্তদের ট্যুইট করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। দেশে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। এই অবস্থায়, ভ্যাকসিনেশন বাড়ানো এবং করোনা বিধি মানার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।
মারাত্মক গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। এই আবহেই গতকাল ভারতে ভ্যাকসিনেশনের একবছর পূর্ণ হল। যা নিয়ে অভিবাদন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। কেন্দ্রের সাফল্য নিয়ে প্রচারে নেমেছে বিজেপিও (BJP)। পাল্টা বিরোধীরা প্রশ্ন তুলছে, এখনও অবধি বহু মানুষের ডাবল ডোজ ভ্যাকসিনেশনই হয়নি। তাহলে সাফল্য কোথায় এল?
২ মাসের মধ্যে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিন? আগামী মার্চ থেকে শুরু হতে পারে ১২ থেকে ১৪-র ভ্যাকসিন (Corona Vaccine)। প্রায় সাড়ে ৩ কোটি ১৫ থেকে ১৭ বছর বয়সীরা পেয়েছে ভ্যাকসিন। আরও প্রায় চার কোটি ১৫ থেকে ১৭ বছর বয়সীরা পাবে টিকা। তারপরেই শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ। এপ্রসঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়দেব রায় বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এটি ধাপে ধাপে ছোট বাচ্চাদেরও কিন্তু দিতে হবে। ছোটরা জখন আক্রান্ত হচ্ছে, তাদের আইসোলেশনে রাখা খুব কঠিন। আর সেই কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও অনেকটাই বেশি।"