Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal (Seg 4): দক্ষিণ ভারতে ভাইরাল জ্বর ‘টম্যাটো ফ্লু’-র হানা, আক্রান্ত শতাধিক শিশু।Bangla News
abp ananda
Updated at:
30 May 2022 02:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ ভারতে ভাইরাল জ্বর ‘টম্যাটো ফ্লু’-র হানা। আক্রান্ত হয়েছে প্রায় শতাধিক শিশু। কেরলেই আক্রান্ত ৮০। সংক্রমণ শঙ্কায় তামিলনাড়ু জুড়ে নেওয়া হচ্ছে কড়া সতর্কতা।
জলপাইগুড়ির বাগরোকোট চা বাগান এলাকায় ক্রমেই ছড়াচ্ছে ডেঙ্গি। গতকাল রাত পর্যন্ত ২১৫ জন আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। গতকাল রাতেই নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন। জেলায় ৮টি ব্লকে ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা ২৯১। স্বাস্থ্য দফতরের তরফে গতকাল থেকে মশা মারতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারে হয়েছে পদযাত্রা। এলাকায় রয়েছে স্বাস্থ্য শিবিরও।