WB By Election 2024 : আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ, কতটা কড়া থাকছে নিরাপত্তা ব্যবস্থা?
ABP Ananda LIVE : আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়েছে। ২০২১-র বিধানসভা নির্বাচনে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও সিতাইয়ে জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মহারাষ্ট্রের মসনদে কে? ঝাড়খণ্ড কার? আজ রেজাল্ট আউট। ১৫টি রাজ্যে ৪৮ আসনে উপনির্বাচনের গণনা। রাহুলের আসন ধরে রাখতে পারবেন প্রিয়াঙ্কা? ২ লোকসভা আসনেও ফল ঘোষণা।
কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টা, গ্রেফতার আরও ১। বিহারের সমস্তিপুর থেকে গ্রেফতার মহম্মদ ফুলবাবু নামে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের বাসিন্দা হলেও হামলার আগে গুলশন কলোনিতে ঘাঁটি গেড়েছিল মহম্মদ ফুলবাবু।
তাকে গ্রেফতারের পর ধৃতের সংখ্যা বেড়ে হব ৪। কসবায় কলকাতার পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা শুধুই কি জমি বিবাদের জেরে হয়েছে্? না অন্য কোনও কারণ রয়েছে? তা নিয়েএখনও ধোঁয়াশায় পুলিশ।