Ananda Sakal (Seg 4): অদূরেই রামপুরহাট থানা, ঘটনার সময় পুলিশের অনুপস্থিতি ঘিরে উঠছে প্রশ্ন।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2022 02:35 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বগটুই যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। ৫ সদস্যের এই দলে থাকছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। এদিকে, বগটুইকাণ্ডে হাইকোর্টের নির্দেশে মেনে গ্রামে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
বগটুই গ্রামের যে জায়গায়, বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে আটজনের মৃত্যু হয়েছে, তার অদূরেই রয়েছে SDPO বাংলো এবং রামপুরহাট থানা। তা সত্ত্বেও পুলিশের বিরুদ্ধে দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠেছে কেন? কোথায় ছিল পুলিশ? জোরাল হচ্ছে সেই প্রশ্ন।