
Saif Ali Khan: শুধু শরিফুল নয়, সেফের ঘরে হামলাকাণ্ডে থাকতে পারে আরও কেউ?
ABP Ananda Live: শুধু শরিফুল নয়, সেফের ঘরে হামলাকাণ্ডে থাকতে পারে আরও কেউ। অভিযুক্ত শরিফুলকে সম্ভবত সাহায্য করেছিল আরও কেউ সন্দেহ মুম্বই পুলিশের।
আজ থেকেই হাওয়া বদল, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট
আজ থেকেই হাওয়া বদল। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কাল থেকে ফের নামবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। পারদ-পতনের পর দু’-এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল থেকে মঙ্গলবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট। জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখন নেই। উল্টে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়বে।
আর জি কর-কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল
আর জি কর-কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল। সঞ্জয়ের নতুন আইনজীবী যশ জালান। 'লিগাল এইড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি'। 'রাজ্য সরকার ও কলকাতার তৎকালীন CP সত্য সামনে আসতে দেননি'। ওকালতানামাতেও সই করতে দেওয়া হয়নি, দাবি সঞ্জয়ের নতুন আইনজীবীর।