Ananda Sakal (seg 4): এবার তৃণমূলে যোগ সৌমিত্র খাঁর! অর্জুনের মন্তব্যে জল্পনা তুঙ্গে। Bangla News
abp ananda
Updated at:
25 May 2022 12:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার কি তৃণমূলে যোগ দেবেন সৌমিত্র খাঁ? জল্পনা উস্কে দিলেন, খোদ অর্জুন সিং-ই! বললেন, ওয়েট অ্যান্ড সি। যদিও জল্পনা উড়িয়ে দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। আর অন্যদিকে অর্জুনের দলত্যাগ নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছেন দিলীপ ঘোষ ও অনুপম হাজরা।
অর্জুন সিংকে নিয়ে অস্বস্তির মাঝেই জলপাইগুড়িতে নতুন কাঁটা পদ্মের। অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে ময়নাগুড়িতে ২০ জন বিজেপি নেতার পদত্যাগ।