Ananda Sakal (Seg 4): ঝালদায় CBI তদন্তকে চ্যালেঞ্জ রাজ্যের, আজই দ্রুত শুনানির আবেদন।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আজই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানোর সম্ভাবনা। গত ৪ এপ্রিল সিবিআই-কে এই মামলার তদন্তভার দেয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ।
এ প্রসঙ্গে পুরুলিয়া কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন, এটা খুব স্বাভাবিক ছিল। কারণ, রাজ্য সরকার জানে এই তদন্ত যদি সঠিকভাবে সিবিআই করে তাহলে কিছু বিষয় বেরিয়ে আসবে। পুলিশের চরিত্র বেরিয়ে আসবে। আরও বড় বড় মাথা ধরা পড়বে।
এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "পুরুলিয়ার ঝালদায় এই হত্যাকাণ্ড ঘটার পর, এর পেছনে কি আছে, কেন এই হত্যা, কে কে আছেন, অভিযুক্তকে চিহ্নিত করে একের পর এক গ্রেফতার করে, এই হত্যাকাণ্ডের রহস্য কার্যত সমাধান করে ফেলেছিল রাজ্য পুলিশ, তার পরেও এই নির্দেশ। রাজ্যের প্রশাসন মনে করতেই পারে যেখানে তদন্তের কিনারা আমরা করেই ফেলেছি এবং তা মানুষের সামনে তুলেও ধরা হয়েছে সেখানে কেন CBI তদন্তের আর অবকাশ আছে?”