Ananda sakal (Seg 4): ট্যাংরার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি তৈরি রাজ্য সরকারের।Bangla News
abp ananda
Updated at:
14 Mar 2022 12:59 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্যাংরার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি তৈরি রাজ্য সরকারের। কমিটিতে থাকবে পুরসভা, পুলিশ ও দমকল। কমিটি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বারবার অগ্নিকাণ্ডের ঘটনার পরও শিক্ষা নেয়নি রাজ্য সরকার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে দমকলের পরিকাঠামো। রোবট, ফায়ার বলের মতো অত্যাধুনিক সরঞ্জাম আনার পরও কেন তা ব্যবহার করা যায়নি তা নিয়ে উঠেছে প্রশ্ন। দমকলমন্ত্রী জানিয়েছেন, ঘিঞ্জি এলাকার কারণে কাজ লাগানো যায়নি রোবট।