আনন্দ সকাল: (১): কৃষি বিল নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি, ওড়িশা উপকূলে নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, আরও খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৃষি বিল নিয়ে রাজ্যসভায় তুলকালাম। হাঙ্গামার অভিযোগে সাসপেন্ড বিরোধীদলের ৮ সাংসদ। প্রতিবাদে সংসদ চত্বরে গাঁধী মূর্তির পাদদেশে রাতভর ধর্না। সকালেও চলছে অবস্থান প্রতিবাদ। ধর্নাস্থলে গিয়ে সাসপেন্ডেড সাংসদদের সঙ্গে দেখা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ রাই সিংহ। তাঁদের চা-ও খান তিনি। অন্যদিকে, দলীয় সাংসদদের আজ রাজ্যসভায় উপস্থিত থাকতে বলে হুইপ জারি করেছে বিজেপি।
রবিবার রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হয় কৃষি বিল। এরপরই সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ে মোদি সরকার। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের আসন ঘিরে বিক্ষোভ দেখান বিরোধী সাসংদরা। প্রতিবাদের সময় বিলের কপি ছিঁড়ে ফেলা হয়। টানাটানি করা হয় মাইক ধরে। এর জেরে সাসপেন্ড করা হয় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন, কংগ্রেসের রাজীব সাতভ, সৈয়দ নাসির হুসেন, রিপুন ভোরা, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, সিপিএমের কে কে রাগেশ এবং ই করিমকে। তার প্রতিবাদে গতকাল দুপুর থেকে গাঁধী মূর্তির সামনে ধর্নায় বসেন বিরোধীদলের সাংসদরা। সারা রাত ধরে গান-স্লোগানে চলে প্রতিবাদ।