Weather Update: সকাল থেকে ঘন কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে ব্যাহত উড়ান পরিষেবা
ABP Ananda Live: সকাল থেকে ঘন কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে ব্যাহত উড়ান পরিষেবা। ৬০টি উড়ান ছাড়তে বিলম্ব। কলকাতাগামী ৩টি বিমানকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। চরম ভোগান্তির শিকার যাত্রীরা। ক্যাট থ্রি সিস্টেম থাকা সত্ত্বেও ব্যাহত বিমান পরিষেবা। কুয়াশায় প্রভাব ট্রেন চলাচলেও। হাওড়ায় দেরিতে ঢুকেছে বা ঢুকবে একাধিক ট্রেন। হাওড়া-শিয়ালদায় লোকাল ট্রেনের গতিও অন্যদিনের তুলনায় কম।
ঘন কুয়াশায় সাগরের ভেসেল পরিষেবা বন্ধ। কাকদ্বীপের লট এইট ও কচুবেড়িয়া জেটিঘাটে প্রচুর মানুষ পারাপারের অপেক্ষায়।
বাংলাদেশে চরম অস্থিরতা, ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদগারের মধ্যেই এবার পদ্মাপাড়ে যুদ্ধের মহড়া। রাজবাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বিগ্রেড গ্রুপের যুদ্ধের মহড়া খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অংশ নিয়েছিলেন সে দেশের তিন বাহিনীর প্রধানও। ইউনূস সরকার কি নতুন কোনও ইঙ্গিত দিতে চাইছে?
আজ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস বলেন, 'যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। কিন্তু এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি। যাতে আমরা প্রকৃত যুদ্ধে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া। দেশকে রক্ষা করা। যে কোনও মুহূর্তে, যে যে অবস্থায় রয়েছেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে।' মনে করা হচ্ছে, এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।