আনন্দ সকাল (৩): করোনাকালে প্রথম ভোট বিহারে, খুঁটিনাটি সব খবর সরাসরি এবিপি আনন্দে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই দু'ঘণ্টা ভোটগ্রহণ পর্ব শেষ বিহারে। ভোটদান প্রক্রিয়ার প্রথম অংশে ভোটদানকারীদের হাত স্যানিটাইজ করা হচ্ছে, দেওয়া হচ্ছে মাস্ক। এক সময় একজনই ভোটকক্ষে প্রবেশ করতে পারছেন। ২৪৩ আসনের বিহার বিধানসভার ৭১টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ২ কোটির কিছু বেশি। ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৬৬ জন প্রার্থীর। এবারের ভোটে বিজেপি-জেডিইউ জোটের সঙ্গে আরজেডি-কংগ্রেস-বামেদের জোটের টক্কর। বিহারই হল দেশের প্রথম রাজ্য যেখানে করোনা পরিস্থিতির মধ্যেই বিধানসভা ভোট হতে চলেছে। পরবর্তী দু’দফার ভোট ৩ ও ৭ নভেম্বর। ১০ নভেম্বর ফল ঘোষণা। অন্যদিকে, এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গতকাল তাঁর কিডনি ঠিকমতো কাজ করছিল না। কিডনি যাতে ঠিকমতো কাজ করে তার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখনও পরিস্থিতি প্রায় একইরকম রয়েছে।