আনন্দ সকাল (১): আজ দুপুরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্রেন এমআরআই, রাজ্যে কমল করোনায় সুস্থতার হার, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 10:09 AM (IST)
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর শরীরের কিছুটা উন্নতি হয়েছে। রাতে তাঁর ভাল ঘুম হয়েছে। মস্তিষ্কের অস্বস্তিও কমেছে কিছুটা। আজ দুপুরে সৌমিত্রর ব্রেন এমআরআই হবে। তবে উদ্বেগ বাড়াচ্ছে তাঁর একাধিক কোমরবিডিটি। বেলভিউ সূত্রে দাবি, বর্ষীয়ান অভিনেতাকে যে কোনও সময় ইনভেসিভ সাপোর্ট সিস্টেমে দিতে হতে পারে। হাসপাতাল ও হাসপাতালের বাইরে মিলিয়ে ১৬ জন চিকিত্সাকের নজরদারিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গতকাল রাজ্যের ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১২ জন। মৃত্যু হল আরও ৫৯ জনের। উদ্বেগ বাড়িয়ে কমেছে সুস্থতার হার।