Ananda Sakal : তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চেতলা, খানাকুলে জখম তৃণমূল কর্মীর মৃত্যু
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমধ্যরাতে তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) সংঘর্ষে রণক্ষেত্র চেতলা (Chetla)। দু'পক্ষের মধ্যে ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। বিজেপির অভিযোগ, ৮২ নং ওয়ার্ডে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) হোর্ডিং-ব্যানার ছেঁড়া হয়। রাত ৮টা নাগাদ প্রায় ২৫০ জন হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। এদিকে হুগলির (Hooghly) খানাকুলে মারধরে গুরুতর আহত এক তৃণমূল (TMC) কর্মীর মৃত্যু হল। মৃত তৃণমূল কর্মী কানু দলুইয়ের বাড়ি খানাকুলের অরুন্দা এলাকায়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কারণেই এই ঘটনা ঘটেছে। এদিকে আজ রাজ্যজুড়ে একাধিক হেভিওয়েটদের রাজনৈতিক কর্মসূচি। শুক্রবার মেগা প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা রয়েছে জামালপুর, মেমারি এবং বর্ধমান উত্তর কেন্দ্রে। অমিত শাহের (Amit Shah) প্রচার কর্মসূচি রয়েছে ভবানীপুরে। এছাড়াও জগদ্দল, মধ্যমগ্রামে রোড শো করবেন তিনি। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) প্রচার করবেন বরানগর, কামারহাটি এবং রাজারহাট-নিউটাউনে। অধীর চৌধুরীর (Adhir Chowdhury) কর্মসূচি রয়েছে কালিয়াগঞ্জ, ইসলামপুর এবং ফরাক্কায়।