Ananda Sakal: বাঙালি হেনস্থা বনাম বাংলাদেশী অনুপ্রবেশ ! সমস্যা-সংঘাতে রাজনৈতিক তরজা তুঙ্গে
Ananda Sakal: ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু । বউবাজারের নির্মলচন্দ্র দে স্ট্রিট, সুবোধ মল্লিক স্কোয়ার, SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং পৌঁছবে মিছিল। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অপরদিকে অবৈধ অনুপ্রবেশ রুখতে সরব বিজেপিও
মঞ্চ তৈরির কাজে হাত দেওয়ার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল তৃণমূলের শহিদ সমাবেশের কাউন্টডাউন
অপেক্ষার আর কয়েকদিন। মঞ্চ তৈরির কাজে হাত দেওয়ার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল তৃণমূলের শহিদ সমাবেশের কাউন্টডাউন। মঙ্গলবার খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষরা। আর কয়েকমাস পরেই বিধানসভার নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে। এবার ত্রিস্তরীয় মঞ্চ তৈরি হচ্ছে।