Ananda Sakal : আমদাবাদের বিমান বিপর্যয়ের মধ্যেই কপ্টার ক্র্যাশ ! উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার।
Ananda Sakal : উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার। দেহরাদূণ ও কেদারনাথ রুটে উড়ছিল হেলিকপ্টারটি। কিন্তু উড়ানের কিছু ক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি। ত্রিযুগীনারায়ণ এবং গৌরিকুণ্ডের মাঝামাঝি জায়গায় সেটি রেডার থেকে গায়েব হয়ে যায়। পরিণতি আঁচ করে সেই থেকেই উদ্বেগ ছড়িয়েছিল। আর তার কিছু ক্ষণ পরই জানা যায়, হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। হেলিকপ্টারে সাত যাত্রী সওয়ার ছিলেন, তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর। (Uttarakhand Chopper Crash)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ত্রিযুগীনারায়ণ এবং গৌরিকুণ্ডের মাঝে রুদ্রপ্রয়াগে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। কপ্টারের পাইলটও মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ স্থানীয় সূত্রে খবর, পাহাড়ি এলাকায় উড়ানের সময় হেলিকপ্টারে চারজনের বেশি যাত্রী তোলা উচিত নয়। কিন্তু এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটিতে সাত যাত্রী ছিলেন বলে খবর। মৃতদের মধ্যে মহারাষ্ট্রের ইয়াবাতমালের এক পরিবার রয়েছে। একই পরিবারের তিন জন মারা গিয়েছেন। রাজকুমার, তাঁর স্ত্রী ও মেয়ে কাশীর মৃত্যু হয়েছে। তাঁরা কেদারনাথ দর্শন সেরে ফিরছিলেন। (Helicopter Crash in Uttarakhand)