Ananda Sakal (1): গভীর রাতে নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে, পড়ুয়া-নিরাপত্তারক্ষী সংঘর্ষ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগভীর রাতে নতুন করে উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে। বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় সংঘর্ষ। প্রায় ১২ ঘণ্টা পর ঘেরাও-মুক্ত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা-সহ একাধিক দাবিতে গতকাল বিকেল ৪টে থেকে উপাচার্যকে ঘেরাও করেন পড়ুয়ারা। রাতে উপাচার্যকে উদ্ধার করতে গেলে বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের ধস্তাধস্তি, হাতাহাতি বাধে। উভয়পক্ষের কয়েকজন আহত হন। শেষে বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে উদ্ধার করে। এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
SSC-তে অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের কৈফিয়ত চেয়ে শিক্ষাসচিবকে হাজিরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। আজ সকাল সাড়ে ১০টায় শিক্ষাসচিবকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। SSC-র অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের কৈফিয়ত চান বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতে প্রধান বিচারপতির সচিবালয় মারফত ই-মেল করে আবেদন জানায় রাজ্য। সকাল সাড়ে ১০টার আগেই ডিভিশন বেঞ্চ বসিয়ে রাজ্যের আবেদনের শুনানির আর্জি জানানো হয়। পাশাপাশি, অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে।