Bangladesh: ভিসা দেওয়া বন্ধ করুন I এক্সপোর্ট, ইমপোর্ট পারমিট দেওয়া বন্ধ হোক: শুভেন্দু অধিকারী

ABP Ananda Live: ভিসা দেওয়া বন্ধ করুন I এক্সপোর্ট, ইমপোর্ট পারমিট দেওয়া বন্ধ হোক: শুভেন্দু অধিকারী । চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হলে ভিসা বন্ধের আর্জি শুভেন্দুর।  সোমবার থেকে চেকপোস্টে বিক্ষোভের ডাক বিরোধী দলনেতার বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক শুভেন্দু অধিকারীর। 'বাংলাদেশে তালিবান, আইএস-এর পদধ্বনি শোনা যাচ্ছে'। চিন্ময়কৃষ্ণকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার: শুভেন্দু। ওপারে গ্রেফতার সন্ন্যাসী, এপারে প্রতিবাদ বিজেপির। শুভেন্দুর নেতৃত্বে ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান। রবীন্দ্র সদন থেকে বেক বাগান পর্যন্ত বিজেপি বিধায়কদের মিছিল। হাতে পোস্টার, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজেপির মিছিল। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে বিজেপি। 

আরও খবর, বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, "প্রথমত এটা রাজ্যের বিষয় নয়। দেশের বিষয়। আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয় হলে কেন্দ্রীয় সরকারের বিষয় যেহেতু, মানুষ কেন্দ্রীয় সরকারকে জনাদেশ দিয়েছে। আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। যে কোনও আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু, যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। আমি এতটুকু বলতে পারি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola