আনন্দ সকাল (৩): 'মুখ্যমন্ত্রী আমাদের অনুপ্রেরণা, উনি যা করবেন, আমরাও তাই করব' কেন এমন বললেন সায়ন্তন? দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Sep 2020 11:57 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মোদি সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা সনিয়া গাঁধীর। কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে কৃষি আইন উপেক্ষা করতে নির্দেশ। এই আইনকে নিষ্ক্রিয় করতে পৃথক আইন প্রণয়নের পরামর্শ। কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কে সি বেণুগোপালের ট্যুইট, কংগ্রেস সভানেত্রী কংগ্রেস-শাসিত রাজ্যগুলিকে তাদের রাজ্যে সংবিধানের ২৫৪(২) ধারার আওতায় এমন আইন পাসের সম্ভাবনা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, মোদি সরকারের কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পঞ্জাব, কেরল। "কৃষি আইন কৃষকদের ফাঁসির পরোয়ানা। তাঁদের কণ্ঠস্বর পিষে দেওয়া হয়েছে।" কেন্দ্রকে নিশানা করে ট্যুইট রাহুলের। পাল্টা কংগ্রেসকে কটাক্ষ বিজেপির।
রবিরার রাতেই বিলে সম্মতি জানান রাষ্ট্রপতি! মোদি সরকারের কৃষি আইন কার্যকর হতেই কৃষক বিক্ষোভের আগুন পৌঁছল রাজধানী পর্যন্ত! ইন্ডিয়া গেটের সামনে পুড়ল ট্রাক্টর! রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন কৃষকরা! এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিরার রাতেই বিলে সম্মতি জানান রাষ্ট্রপতি! মোদি সরকারের কৃষি আইন কার্যকর হতেই কৃষক বিক্ষোভের আগুন পৌঁছল রাজধানী পর্যন্ত! ইন্ডিয়া গেটের সামনে পুড়ল ট্রাক্টর! রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন কৃষকরা! এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।