আনন্দ সকাল (৩): কমেছে অস্থিরতা, ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বনগাঁয় তৃণমূলের লুডো উপহার ঘিরে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2020 10:45 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এখন আগের থেকে অনেকটা ভালো রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিড নেগেটিভ আসার পর বাকি অর্গান ঠিক মতো কাজ করতে শুরু করেছে। অস্থিরতা আরও কমেছে। চলছে মিউজিক থেরাপি। মূলত রবীন্দ্রসঙ্গীত ও তাঁর অভিনীত সিনেমার গান শোনানো হচ্ছে সৌমিত্রবাবুকে। তাতে সমস্যা অনেকটাই কমেছে। গতকাল সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসকদের কথায় সাড়া দিয়েছেন।
নবান্ন অভিযানের দিন, জলকামানের বেগুনি জল থেকে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও, এই অভিযোগকে অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। একসুর বামেদের গলাতেও। বিজেপির এই অভিযোগের বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরাও।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এবার দুর্গাপুজো উপলক্ষে আক্ষরিক অর্থে ঘুঁটি সাজিয়েছে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুজো উপলক্ষে বনগাঁয় মহিলাদের লুডো উপহার তৃণমূলের। লুডোর মইয়ের উপর তৃণমূলনেত্রীর ছবি আর সাপের মুখে মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীর ও দিলীপ ঘোষের ছবি। "সাপের মুখে পড়েছেন মমতাই," পাল্টা আক্রমণ বিজেপির। লুডোর ফ্রন্ট ও ব্যাক কভারে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম।
নবান্ন অভিযানের দিন, জলকামানের বেগুনি জল থেকে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও, এই অভিযোগকে অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। একসুর বামেদের গলাতেও। বিজেপির এই অভিযোগের বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরাও।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এবার দুর্গাপুজো উপলক্ষে আক্ষরিক অর্থে ঘুঁটি সাজিয়েছে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুজো উপলক্ষে বনগাঁয় মহিলাদের লুডো উপহার তৃণমূলের। লুডোর মইয়ের উপর তৃণমূলনেত্রীর ছবি আর সাপের মুখে মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীর ও দিলীপ ঘোষের ছবি। "সাপের মুখে পড়েছেন মমতাই," পাল্টা আক্রমণ বিজেপির। লুডোর ফ্রন্ট ও ব্যাক কভারে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম।