Bangladesh : সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই ফের অনুপ্রবেশ।কোচবিহারের মেখলিগঞ্জে আটক ৬ বাংলাদেশি

Continues below advertisement

ABP Ananda live : সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই ফের অনুপ্রবেশ। কোচবিহারের মেখলিগঞ্জে আটক ৬ বাংলাদেশি। মুম্বইয়ে ধরপাকড় শুরু হওয়ায় বাংলাদেশে ফেরার পথে পাকড়াও।

 

পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিতেও রেট চার্ট, ' ৩ হাজার ফেললেই..' !

এদিকে পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিতেও রেট চার্ট! পুলিশ সূত্রে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। 'ভুয়ো আধার কার্ডের জন্য দিতে ১৫ হাজার। ৩ হাজার ফেললেই ভুয়ো প্যান কার্ড। জাল বার্থ সার্টিফিকেটে রেট ১২ হাজার টাকা। টাকা ফেললেই হাতেনাতে তৈরি জাল পরিচয়পত্র। জাল পরিচয়পত্র দিয়েই তৈরি হত 'আসল' পাসপোর্ট।জাল পাসপোর্টের জাল ছড়িয়ে বারাসাতেও! 'মুহুরি পরিচয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র'। মুহুরি পরিচয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র। কোর্টের মুহুরি বলে পরিচয় দেওয়া সমীর দাস গ্রেফতার। অভিযুক্ত সমীর আদালতের কেউ নন, দাবি ল-ক্লার্ক সংগঠনের।

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! সম্প্রতি গ্রেফতার হন কলকাতা পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর। ধৃত আব্দুল হাই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্তব্যরত ছিলেন। পুলিশ সূত্রে দাবি, জোড়-বিজোড় তারিখের সুযোগ নিয়ে বেছে বেছে ভেরিফিকেশনের নামে জালিয়াতি। সমরেশ বিশ্বাস থেকে মনোজ গুপ্ত, ধীরেন ঘোষ,অবৈধভাবে পাসপোর্ট তৈরির চক্র যে কীভাবে ছড়িয়ে পড়েছে, তা একের পর এক গ্রেফতারি থেকেই স্পষ্ট। আর এরইমধ্য়ে উঠে এল আরও এক চাঞ্চল্য়কর তথ্য় , সর্ষের মধ্যেই ছিল 'ভূত'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram