Ananda Sokal Part-1: একের পর এক তৃণমূলকর্মী রানার কুকীর্তি! পাড়ার বয়স্কদেরও বেধড়ক মারধর করা হয়?
ABP Ananda
Updated at:
16 Jul 2024 10:06 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু প্রোমোটারকে মারধরই নয়, কাশীপুরের তৃণমূলকর্মী রানার কুকীর্তির অভিযোগের তালিকা আরও দীর্ঘ! কাশীপুরের বাহুবলী তৃণমূল কর্মী রানা ও তার দলবলের অত্য়াচারের স্মৃতি বিন্দুমাত্র ফিকে হয়নি কৃষেন্দু চট্টোপাধ্যায়ের। অভিযোগকারীর দাবি, গত বছর কালীপুজোর সময় বিসর্জনের শোভাযাত্রা বের করেছিলেন তাঁরা। তখন রাস্তার মাঝখানে দিয়ে যাচ্ছিল রানা ও তাঁর দলবল। হর্ন বাজিয়ে তাঁদের সরে যেতে বলতেই শুরু হয় মার। পাড়ার বয়স্কদের বেধড়ক মারধর করা হয়। মারের চোটে পিঠ ফেটে যায় স্থানীয় বাসিন্দা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের।