
Birbhum News: ফের আক্রান্ত পুলিশ, এবার বীরভূমের লাভপুরে
ABP Ananda Live: ফের আক্রান্ত পুলিশ, এবার বীরভূমের লাভপুরে । কয়েন প্রতারণা চক্রের খোঁজে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ । পুলিশের গাড়িও ভাঙচুরের অভিযোগ
এবার মানিকচকের তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার চেষ্টা, ফের উঠল 'বড় মাথার' তত্ত্ব
তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর এবার মানিকচকের তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার চেষ্টা। ফের উঠল 'বড় মাথার' তত্ত্ব। প্রাণনাশের চেষ্টা হয়েছে, রেকি করে হামলা, অভিযোগ সাবিত্রী মিত্রর। ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। গাড়িকে ধাক্কা মারার চেষ্টা, অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়কের। সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে ধাওয়া করে, অভিযোগ বিধায়কের। আতঙ্কিত তৃণমূল বিধায়ক ইংরেজবাজারে গাড়ি থামিয়ে পুলিশকে ফোন করেন। কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল, খতিয়ে দেখছে মানিকচক ও ইংরেজবাজার থানার পুলিশ।