Ananda Sokal: পরিবারকে দিয়ে লেখানো হয় মুচলেকা, স্যালাইনকাণ্ডে তোলপাড় রাজ্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: অতিরিক্ত অক্সিটোসিনেই প্রসূতিদের অবস্থার অবনতি। স্যালাইনকাণ্ডে বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। প্রোটোকল না মেনে দেওয়া হয়েছিল অতিরিক্ত ডোজ। খবর সূত্রের।
বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই চরম পরিণতি প্রসূতির?
বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই প্রসূতির মৃত্যু ? মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে সাড়ে ৫ পাতার বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 'অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রোটোকল না মেনে ৫ রোগীকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল। নির্ধারিত ১০ ইউনিটের বদলে সবাইকে ১৫-২৫ ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়েছিল। অক্সিটোসিনের ডোজ বেশি হয়ে যাওয়ায় রোগীদের রক্তচাপ কমে যায়।' আরও বলা হয়েছে, 'ঘটনার দিন রাতে গাইনি বিভাগে ডিউটিতে ছিলেন এক সিনিয়র RMO। সিসিটিভি-তে ওই RMO-কে ওটিতে ঢুকতে দেখা যায় । যদিও অপারেশন টেবিলের সামনে ছিলেন না ওই RMO। PGT-দের দিয়ে অপারেশন করানো হয়েছে।'