ABP News

Sare 7 Tay Saradin : 'তুষ্টিকরণের রাজনীতি করছে', ওবিসি সংরক্ষণ নিয়ে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু

Continues below advertisement

ABP Ananda LIVE : ওবিসি সংরক্ষণ নিয়ে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। পরিকল্পনা করে মামলা পিছিয়ে দেওয়ার অভিযোগ। বারাসাতে পরপর বাইকে ধাক্কা মেরে কন্টেনারে আগুন। বেলেঘাটায় সেলস ট্যাক্সের কাছে দোকানে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।বাঘাযতীনে ফ্ল্যাটের মধ্যেই বৃদ্ধার রহস্যমৃত্যু। খুন বলে সন্দেহ পুলিশের। বন্ধ ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়দের সন্দেহ। দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার। সোনারপুরের খেয়াদহে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পিছনে মজুত অস্ত্র উদ্ধার। বাজেয়াপ্ত ৩টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি। ধৃত ১। কেন অস্ত্র মজুত? খতিয়ে দেখছে পুলিশ। দেগঙ্গায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে জোড়া বোমা। এলাকায় আতঙ্ক। বোমা উদ্ধার করল পুলিশ। কে বা কারা পিছনে, এখনও ধোঁয়াশা। ঢাকুরিয়ায় পোস্টার, বেহালায় কালিকাণ্ডের পর এবার সল্টলেকে বিজেপির অফিসেও পোস্টার। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্যকে আক্রমণ। জোড়াসাঁকো ক্যাম্পাসে TMCP-র বিক্ষোভ অব্যাহত। পুলিশি পাহারায় ঢুকলেন উপাচার্য। বললেন, গোটা ঘটনা জানিয়েছি রাজ্যপালকে। আজই রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram