Ananda Sokal: মেদিনীপুরে বিষাক্ত স্যালাইনে মৃত্যু প্রসূতির, হাইকোর্টে জনস্বার্থ মামলা
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: এবার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। জোড়া মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসাবে হবে শুনানি। মামলা দায়ের বিজয় সিংহল এবং কৌস্তভ বাগচীর। '২০২৪ এর মার্চে কর্ণাটক স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরেও রাজ্যে কীভাবে ব্যবহার?' প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের মামলা। অতিরিক্ত অক্সিটোসিনেই প্রসূতিদের অবস্থার অবনতি। স্যালাইনকাণ্ডে বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। প্রোটোকল না মেনে দেওয়া হয়েছিল অতিরিক্ত ডোজ। খবর সূত্রের। বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই চরম পরিণতি প্রসূতির? বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই প্রসূতির মৃত্যু ?
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে সাড়ে ৫ পাতার বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 'অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রোটোকল না মেনে ৫ রোগীকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল। নির্ধারিত ১০ ইউনিটের বদলে সবাইকে ১৫-২৫ ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়েছিল। অক্সিটোসিনের ডোজ বেশি হয়ে যাওয়ায় রোগীদের রক্তচাপ কমে যায়।' আরও বলা হয়েছে, 'ঘটনার দিন রাতে গাইনি বিভাগে ডিউটিতে ছিলেন এক সিনিয়র RMO। সিসিটিভি-তে ওই RMO-কে ওটিতে ঢুকতে দেখা যায় । যদিও অপারেশন টেবিলের সামনে ছিলেন না ওই RMO। PGT-দের দিয়ে অপারেশন করানো হয়েছে।'