Ananda Sokal Part-1: রাজ্যে তিন দিনের মধ্যে ২টি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘিরে পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে তিন দিনের মধ্যে ২টি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘিরে পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় এখনও অধরা ৫ অভিযুক্ত। হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির দেড় দিন পরও অধরা অভিযুক্তরা! মাত্র ১৫ মিনিটের অপারেশনে সাফ কয়েক কোটি টাকার গয়না! দোকান মালিক বাবা-ছেলেকে গান পয়েন্টে রেখে মুখ বেঁধে প্রায় ৫ কিলো সোনার গয়না লুঠ করা হয়। দোকান থেকে হাওড়া-আমতা রোড ধরে ৭০০ মিটার দূরে ডোমজুড় থানা।
ডাকাতির পর ওই রাস্তা ধরেই এগোয় দুষকৃতীরা। থানার প্রায় ৫৫০ মিটার আগে গলি পথ ধরে সোজা ১৯ নম্বর জাতীয় সড়কে গিয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরা ফুটেজে দুষকৃতীদের ডানকুনি টোল প্লাজা পেরোতে দেখা যায়। সূত্রের খবর, দুষ্কৃতীরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিলেন। যার থেকে তদন্তকারীদের অনুমান তারা বিহারের বাসিন্দা।