Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার তরফে শুরু হল 'ফ্রি আউট পেশেন্ট ক্লিনিক'

Continues below advertisement

ABP Ananda Live: এবার নতুন উদ্য়োগ নিল INK। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার তরফে শুরু হল 'ফ্রি আউট পেশেন্ট ক্লিনিক'। সুচিকিৎসার জন্য় প্রয়োজন ভাল চিকিৎসক-ভালো হাসপাতালের। কিন্তু, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা তো আর সবার থাকেনা! তাঁদের জন্য়ই এবার নতুন উদ্য়োগ নিল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা। শুরু হল 'ফ্রি আউট পেশেন্ট ক্লিনিক'। INK-র তরফে জানানো হয়েছে, একদিনে ৫০ জনকে রোগীকে বিনামূল্য়ে পরিষেবা দেওয়া হবে। দেওয়া হবে বিনামূল্য়ে ওষুধও। পরীক্ষার পর কোনও রোগীর স্নায়ুজনিত কোনও সমস্য়া দেখা দিলে INK-তেই তাঁর চিকিৎসার ব্য়বস্থা করা হবে। প্রতি সপ্তাহে বুধবার এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিনামূল্য়ে দেখা হবে রোগীদের। 

 

বাংলায় অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি পুলিশকে এ নিয়ে সতর্ক করে মন্তব্য করেছিলেন। সেই বার্তার পাল্টা হিসাবে মমতাকে এবার কড়া চিঠি লিখলেন বিজেপি নেতা শুভেন্দু।

মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিএসএফ। পাল্টা পুলিশকে নিশানা শুভেন্দুর। ৫ পাতার চিঠিতে ছত্রে ছত্রে পুলিশ-রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু চিঠিতে লিখেছেন, 'ভোটব্যাঙ্কের স্বার্থে সীমান্ত রক্ষী বাহিনীকে আক্রমণ করেছেন। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী হিসেবে সেনাদেরও আক্রমণ করলেন। যতই চ্যালেঞ্জ আসুক না কেন, কেউ সেনার মনোবল ভাঙতে পারেনি। কিন্তু একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করলে তা মনোবলকে দুর্বল করে।' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ বিরোধী দলনেতার।

শুভেন্দু চিঠিতে আরও লিখেছেন, 'অনুপ্রবেশকারীরা ঢোকার পরে কীভাবে পরিচয়পত্র তৈরি হয়ে যায়? কিন্তু বিএসএফের কার্যক্ষেত্রের পরিধি বাড়ানোর কথা উঠলেও বিরোধিতা করা হয়!'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram