Ananda Sokal: সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর-দফায় দফায় বিক্ষোভ-অবরোধ
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: উত্তাল বাংলাদেশ। উত্তেজনায় ফুটছে পড়শি দেশ। হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার ও জামিন নাকচ করে দেওয়ার পর সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ প্রবল হয়েছে। ইসকনও ভারত সরকারকে পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে কড়া বিবৃতি দিয়েছে ভারত। উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুঠপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, দেবতা ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে।
ভারতের বিবৃতি পেশের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ। ভারতের এই কড়া বার্তার প্রেক্ষিতে, বাংলাদেশ বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, 'চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে একটি অংশ ভুলভাবে দেখানোর চেষ্টা করছে। আমরা অত্য়ন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, প্রত্য়েক বাংলাদেশি নাগরিকের তাঁর নিজস্ব ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্য়েক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্য়ালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।'