Ananda Sokal: নন্দীগ্রাম এবং ভবানীপুর, বিরোধী দলনেতার মুখে আবার শোনা গেল মমতাকে হারানোর হুঙ্কার

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: নন্দীগ্রাম এবং ভবানীপুর। রাজ্য়ের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্য়ে সবচেয়ে আলোচিত দুটো কেন্দ্র। বিরোধী দলনেতার মুখে আবার শোনা গেল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার। তিনি বলেন, ১৪৮-এর বেশি আসনে জিতে বিজেপি সরকার গড়বে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখানেই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। এর আগে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকা নন্দীগ্রামেই তাঁকে হারানোর কথা বলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
একদা নির্বাচনী কেন্দ্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে 'ঘেউ ঘেউ', 'কুকুর', এমন বিতর্কিত শব্দ প্রয়োগ করতে শোনা যায় বিজেপি-র প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতিকে। সেই নিয়ে বিতর্কের মুখে পড়লেও, এখনও নিজের অবস্থানে অনড় দিলীপ। এবার মারধরের হুঁশিয়ারিও শোনা গেল তাঁর মুখে। (Dilip Ghosh)
গতকালের বিতর্ক মেটেনি এখনও পর্যন্ত। সেই আবহেই শনিবার সকালে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল দিলীপের মুখে। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বললেন, "কাল থেকে শুরু করেছি। বাড়িতে ঢুকে মারব, না হলে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে চৌরাস্তায় মারব।" মেজাজ হারিয়ে একথা বলছেন না, মেজাজ ঠিক রেখেই বলছেন বলে ঘোষণা করলেন। গতকালের মন্তব্যের জন্য অনুতাপ নয়, দিলীপ বললেন, "যা বলেছি, ঠিক বলেছি।" (West Bengal BJP)