ABP News

Dilip Ghosh: এবার বাড়িতে ঢুকে মেরে আসব, না হলে বাড়ি থেকে টেনে বের করে এনে রাস্তায় মারব: দিলীপ

Continues below advertisement

ABP Ananda LIve: 'এবার বাড়িতে ঢুকে মেরে আসব, না হলে বাড়ি থেকে টেনে বের করে এনে রাস্তায় মারব'। গতকালের পর আজও রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ। বললেন, খড়গপুর কারও বাপের জায়গা নয়, দিলীপ ঘোষ কারও পরোয়া করে না। 'কোনটা কু-কথা আর কোনটা সু-কথা তা তৃণমূলকে বুঝিয়ে দেব'। রাজনীতি ছেড়ে দেব, তবু মেজাজ ছাড়ব না, মন্তব্য দিলীপ ঘোষের।

 

একদা নির্বাচনী কেন্দ্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে 'ঘেউ ঘেউ',  'কুকুর', এমন বিতর্কিত শব্দ প্রয়োগ করতে শোনা যায় বিজেপি-র প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতিকে। সেই নিয়ে বিতর্কের মুখে পড়লেও, এখনও নিজের অবস্থানে অনড় দিলীপ। এবার মারধরের হুঁশিয়ারিও শোনা গেল তাঁর মুখে। (Dilip Ghosh)

গতকালের বিতর্ক মেটেনি এখনও পর্যন্ত। সেই আবহেই শনিবার সকালে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল দিলীপের মুখে। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বললেন, "কাল থেকে শুরু করেছি। বাড়িতে ঢুকে মারব, না হলে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে চৌরাস্তায় মারব।" মেজাজ হারিয়ে একথা বলছেন না, মেজাজ ঠিক রেখেই বলছেন বলে ঘোষণা করলেন। গতকালের মন্তব্যের জন্য অনুতাপ নয়, দিলীপ বললেন, "যা বলেছি, ঠিক বলেছি।" (West Bengal BJP)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram