Ananda Sokal: ভারত বিদ্বেষের মধ্যেই ঢাকায় আজ বৈঠকে দুদেশের বিদেশ সচিব | ABP Ananda Live
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: হাসিনা সরকার পতনের পর আজ প্রথম ভারত-বাংলাদেশ বৈঠক, লাগাতার হিন্দু নিপীড়ন, ভারত বিদ্বেষের মধ্যেই আজ বৈঠকে দুদেশের বিদেশ সচিব ঢাকায় বৈঠক করবেন । ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ইতিমধ্যেই পৌঁছেছেন ঢাকায়। বাংদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিনও প্রস্তুত। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে বৈঠক শুরু।
মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। পাকা বাড়ির ছাদ উড়ে যায়। যদিও বাইরে থেকে বোমা ছুড়ে খুনের অভিযোগ তুলেছে নিহতদের পরিবার। স্থানীয়দের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ সাগরপাড়ার খয়েরতলা গ্রামে মামন মোল্লার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর, বিস্ফোরণে জখম বাকি ২ জনেরও মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, বোমা বাঁধার সময়েই এই ঘটনা। নিহতদের পরিবার দাবি করেছে, এলাকায় কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়েছে ৩ জনকে।