Bengaluru Blast Incident: বাংলা থেকে গ্রেফতার বিস্ফোরণ-কাণ্ডের অভিযুক্ত! উঠছে সুরক্ষার প্রশ্ন। ABP Ananda Live
ABP Ananda
Updated at:
15 Apr 2024 12:31 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্য়াঙ্গালোর বিস্ফোরণকাণ্ডে (Bengaluru Blast Case) উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় এসেছিল আরও এক জঙ্গি মোজাম্মেল শরিফ! ধর্মতলায় দেখা করেছিল মুসাভির, আবদুলের সঙ্গে। শরিফই টাকা ও সিম কার্ডের জোগান দিয়েছিল, প্রাথমিকভাবে অনুমান গোয়েন্দাদের। পরে তাকে অন্যত্র গ্রেফতার করা হয়।