RG Kar Hospital : আরজি কর হাসপাতালের ইন্টার্নের অস্বাভাবিক মৃত্যু
ABP Ananda | 12 Aug 2023 11:20 AM (IST)
আরজি কর হাসপাতালের ইন্টার্নের অস্বাভাবিক মৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, ২-১ দিন কলেজে আসেননি শুভজ্যোতি দাস নামে ওই ইন্টার্ন। বৃহস্পতিবার রাতে আত্মীয়ের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। আরজি করে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওষুধের ওভারডোজ বা বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের অনুমান। আরজি করের ইন্টার্নের মৃত্যুর নেপথ্যে কী রহস্য, খতিয়ে দেখছে টালা থানার পুলিশ।