KMC Election 2021: শেষদিনে জমজমাট প্রচার, সকাল সকাল বাবুঘাট এলাকায় সন্তোষ পাঠক | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর কলকাতায় (North Kolkata) মিছিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল (TMC) করে খাওয়ার জায়গা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পর, পুরভোটের প্রচারে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
বাবুঘাট (Babughat) এলাকায় প্রচারে বেরিয়েছেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস (Congress) প্রার্থী সন্তোষ পাঠক (Santosh Pathak)। পুরসভা ভোটের প্রচারের আজ শেষদিন। তাই সকাল সকালই বেরিয়ে কথা বলছেন এলাকার মানুষজনের সঙ্গে।
কুয়াশার কারণে লোকাল ট্রেন সময়মতো না চলার অভিযোগে হুগলির (Hooghly) তালান্ডু স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, সময়মতো লোকাল ট্রেন চালানো হচ্ছে না, অথচ মালগাড়ি পাস করানো হচ্ছে। এই অভিযোগে সকাল ৭টা নাগাদ নিত্যযাত্রীরা হাওড়া বর্ধমান মেন লাইনে অবরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যান্ডেল জিআরপি।
১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের (Bangladesh) মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিক পরাজয় হয়েছিল পাকিস্তানের (Pakistan)। এই তারিখেই ঢাকায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের সেনা। সেই থেকে এই দিনটি বিজয় দিবস হিসেবে উদযাপন করে আসছে ভারত (India) ও বাংলাদেশ। এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয় ফোর্ট উইলিয়ামে (Fort William)।