Kunal Ghosh: নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে ফের ঢালাও নম্বর দিলেন কুণাল ঘোষ। ABP Ananda Live
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppWest Bengal News: নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে ফের ঢালাও নম্বর দিলেন কুণাল ঘোষ। সুকান্ত মজুমদারের সঙ্গে তুলনা টেনে, শুভেনদু অধিকারীকে নেতা হিসেবে প্রায় ফুল মার্কস দিয়েছেন তিনি। কিনতু, যে শুভেনদু অধিকারীর সঙ্গে কুণাল ঘোষের আদায় কাঁচকলায় সম্পর্ক বঙ্গ রাজনীতিতে সুবিদিত, তাঁকে হঠাৎ এভাবে বারবার সার্টিফিকেট কেন? তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
প্রথমে ছিল সার্টিফিকেট। আর এবার একেবারে মার্কশিট-সহ সার্টিফিকেট! নেতা হিসেবে শুভেনদু অধিকারীকে প্রায় ফুল মার্কস দিলেন কুণাল ঘোষ।সবকা সাথ সবকা বিকাশ মন্তব্য় নিয়ে স্বয়ং বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার যখন শুভেনদু অধিকারীর লাইন কার্যত খারিজ করেছেন, তখন চার দিনের মধ্য়ে দ্বিতীয়বার, ফের তাঁরই সঙ্গে তুলনা টেনে শুভেনদুকে দরাজ সার্টিফিকেট দিলেন কুণাল। ফের শুভেন্দুকে সার্টিফিকেট কুণালের নেপথ্য়ে কী কারণ?
শুভেন্দু অধিকারীকে তীক্ষ্মতম আক্রমণের জন্য় পরিচিত কুণাল ঘোষ সুকান্ত মজুমদারের সঙ্গে তুলনা টেনে, নেতা হিসেবে শুভেনদু অধিকারীকেই সার্টিফিকেট দিয়েই থামেননি, সুকান্ত মজুমদারের পাশে দাঁড়ানোয় তৃণমূলেরই বর্ষীয়াণ সাংসদ সৌগত রায়কেও কার্যত খোঁচা দিতে ছাড়েননি কুণাল।