Bangladesh: 'দেশদ্রোহিতার মামলা দিয়ে সন্যাসীকে জেলবন্দি করেছে ইউনূস সরকার', মন্তব্য রবীন্দ্র ঘোষের
ABP Ananda LIVE: 'বছরের পর বছর ধরে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে বন্দি রাখতে চাইছে ইউনূস সরকার' । বিচার ছাড়াই সন্ন্যাসীকে বন্দি রাখা যাবে, এটাই মনে করছে তারা' । সন্ন্যাসীকে বন্দি রাখার ঘটনা প্রভাব ফেলেছে আন্তর্জাতিক মহলে' । বিচারবিভাগকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের । আমি অসুস্থ না থাকলে ২ জানুয়ারি সন্ন্যাসীর শুনানির দিন যাবই'। যদি যেতে না পারি আইনজীবী ঠিক করে দেব, লড়বই, ঘোষণা রবীন্দ্র ঘোষের।
আরও খবর, বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের কাছে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। কলকাতার ইসকন মন্দিরে সন্ন্যাসীর আইনজীবীকে নিয়ে এলেন রাধারমণ দাস। আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে রয়েছে ইসকন, ঘোষণা রাধারমণ দাসের। ইসকন মন্দির থেকে কলকাতা হাইকোর্টে যাবেন রবীন্দ্র ঘোষ। সেখানে সম্বর্ধনা দেওয়া হবে সন্ন্যাসীর আইনজীবীকে।