Ananda Sokal: মালদায় তৃণমূল নেতার মর্মান্তিক মৃত্যু, ধৃত এক তৃণমূল নেতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMalda News: 'মালদার তৃণমূল নেতা খুনে নরেন্দ্রনাথ-স্বপন শর্মাই মূল চক্রী'। '৫০ লক্ষ টাকার সুপারিতেই মালদার তৃণমূল নেতাকে তাড়া করে খুন'। 'দুলাল সরকারকে খুনের আগে রেকি করে দুষ্কৃতীরা'। হামলার সময় গাড়িতে ছিল ৪জন, ফেরার ২জনের খোঁজে পুলিশ। 'ধৃত ৫জনকে জেরার সূত্রে উঠে আসে নরেন্দ্রনাথ-স্বপন শর্মার নাম'। '৫০ লক্ষের বিনিময়ে আততায়ীদের ভাড়া করেছিল নরেন্দ্রনাথ-স্বপন'। কিন্তু দুলাল সরকারকে খুনের সুপারি? মোটিভ নিয়ে এখনও ধোঁয়াশা। 'টাকার লেনদেন, কল রেকর্ডিংয়ের সূত্রে ২ অভিযুক্ত গ্রেফতার'। তৃণমূল নেতা ছাড়াও আরেক অভিযুক্তকে নিয়ে দাবি পুলিশের। 'নেপথ্যে বড় মাথা মালদাতেই আছে', বিস্ফোরক মন্তব্য মালদাকাণ্ডে গ্রেফতার TMC নেতার।
বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা
কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।