Mamata Banerjee: 'একটা ছেলেকে CPM-র ইউনিয়ন মেরে ফেলল', ফের মমতার মুখে যাদবপুর প্রসঙ্গ
ABP Ananda | 22 Aug 2023 10:12 AM (IST)
নেতাজি ইন্ডোরে ইমামদের সম্মেলনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যাদবপুর প্রসঙ্গ। সম্প্রতি যাদবপুর মেন হস্টেলে এক ছাত্রের মৃত্যু ঘিরে উঠে এসেছে অকথ্য ব়্যাগিংয়ের অভিযোগ। তার সঙ্গেই জড়িয়েছে রাজনীতির রং। ওই ঘটনার প্রসঙ্গ তুলে ফের বামেদের নিশানা করলেন মমতা। এদিন সম্মেলনে তিনি বলেন, 'যাদবপুর নিয়ে আগে গর্ব করতাম, অথচ একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল। এরা জীবনে বদলাবে না, এত রক্ত নিয়েও এরা বদলায়নি।'